ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পুরাতন টিভিকে সহজ পদ্ধতিতে করে ফেলুন স্মার্ট টিভি, মিলবে ঝাঁ চকচকে ছবি

পুরাতন টিভিকে সহজ পদ্ধতিতে করে ফেলুন স্মার্ট টিভি, মিলবে ঝাঁ চকচকে ছবি

[ad_1]

পুরাতন টিভিকে সহজ পদ্ধতিতে করে ফেলুন স্মার্ট টিভি, মিলবে ঝাঁ চকচকে ছবি

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগোচ্ছে ততই সবকিছু আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে। ডিজিটাল এই যুগে নিজেদের রূপ পরিবর্তনের ক্ষেত্রে টিভিও পিছিয়ে নেই। প্রথমদিকে সাদাকালো টিভি থেকে রঙিন টিভি এবং বর্তমানে দেখতে দেখতে এই সকল টিভি এলসিডি, এলইডি এবং স্মার্ট টিভিতে রূপান্তরিত হয়েছে। তবে অনেক বাড়িতেই এখনো পর্যন্ত পুরাতন টিভি রয়ে গিয়েছে।

অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছুদিন আগে কোন এলইডি টিভি কেনার পরেই বাজারে স্মার্ট টিভি এসে যাওয়াই অনেকেই আফসোস করেন। তাদের মনে হয় নতুন ধরনের এই স্মার্ট টিভি কিনলেই ভাল হত। তবে এবার এই জায়গায় পুরাতন টিভিকে স্মার্ট টিভি করার জন্য এসে গেল নতুন Google Chromecast With TV (4K) ডিভাইস।

বিভিন্ন অনলাইন বিপণনী সংস্থার ওয়েবসাইটে এই ধরনের ডিভাইসে একগুচ্ছ সুবিধা দেওয়া হচ্ছে। এই ডিভাইস ব্যবহার করে স্মার্ট ফোন থেকে টিভিতে ভিডিও কাস্ট করা যাবে। এই ডিভাইস সেই সকল টিভিতেই ব্যবহার করা যাবে যাদের HDMI কানেক্টিভিটি সিস্টেম রয়েছে। টিভির পিছনে খুব সুন্দর ভাবে এই ডিভাইস লাগিয়ে রাখা যায়। টিভির পিছনে থাকার কারণে তা দেখতেও পাওয়া যাবে না।

Flipkart ওয়েবসাইটে এই ডিভাইসের দাম ৬৩৯৯ টাকা রাখা হয়েছে। আগে Google Chromecast 3 নামে একই ধরনের যে ডিভাইসটি বিক্রি করা হয় তার দাম ছিল ৩৪৯৯ টাকা। নতুন ডিভাইসটি আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামের হলেও এর মধ্যে অনেক ফিচার যোগ করা হয়েছে।

নতুন এই ডিভাইসটির ওজন মাত্র ১১৮ গ্রাম। পাশাপাশি ভারতে এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। স্ট্রিম ডিভাইসড ছাড়াও এর সঙ্গে মিলবে একটি পাওয়ার কেবল একটি 5V পাওয়ার অ্যাডাপটার, ক্রোমকাস্ট ভয়েস রিমোট, দুটি AAA ব্যাটারি। এর সঙ্গে থাকছে ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারিন্টি।

[ad_2]

Leave a Reply