[ad_1]
নিজস্ব প্রতিবেদন : বুধবার রাজ্য মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। রাজ্য মন্ত্রিসভার এই নতুন মন্ত্রীরা রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রিত্বের দায়িত্ব নেবেন। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। তবে কারা নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং কারা বাদ পড়বেন তা নিয়েই রাজ্যের বাসিন্দাদের মধ্যে কৌতূহল।
রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে এমন দিন কয়েক আগে থেকেই টের পাওয়া গেলেও মোটামুটি গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি ব্লু প্রিন্ট জানিয়ে দেন। তার কথা অনুযায়ী, মন্ত্রিসভায় নতুন কিছু করার পরিকল্পনা না থাকলেও পাঁচ থেকে ছয় জন নতুন মন্ত্রি শপথ গ্রহণ করবেন এবং চার থেকে পাঁচ জন বাদ পড়বেন। যারা বাদ পড়বেন তাদের সাংগঠনিক কাজে লাগানো হবে।
নতুন এবং বাদ পড়াদের চূড়ান্ত পর্যায়ের যে সম্ভাব্য তালিকা সামনে এসেছে তা হল, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে করা হয়েছে জেলা সভাপতি। তার জায়গায় আসতে পারেন বর্ষীয়ান নেতা বিপ্লব রায়চৌধুরী। মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টার দায়িত্বে থাকা বিধায়ক প্রদীপ মজুমদার এবার মন্ত্রী হচ্ছেন বলেই খবর। তাকে কৃষি দপ্তরের মন্ত্রী করা হবে। এমনটা হলে শোভন দেব চট্টোপাধ্যায়কে দেওয়া হবে পরিষদীয় মন্ত্রিত্ব।
মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন উত্তরবঙ্গের উদয়ন গুহ। বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্ব পাওয়াও এক রকম পাকা। এছাড়াও এই রদ বদলে নতুন মুখ হিসাবে উঠে আসতে পারেন উত্তর ২৪ পরগনার যুবনেতা পার্থ ভৌমিক এবং হুগলির যুব নেতা স্নেহাশীষ চক্রবর্তী। মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে। এছাড়াও বাদ করতে পারেন হুমায়ুন কবীর।
রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে এবং সুব্রত মুখোপাধ্যায় বেশ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন। তাদের প্রয়াণে এই সকল দপ্তর ফাঁকা হয়েছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকার ফলে এখন সেই জায়গাও ফাঁকা। এই সকল ফাঁকা জায়গা পূরণ করা এবং বেশ কিছু নেতাদের বাদ দিয়ে নতুন মুখ আনাই হলো তৃণমূলের লক্ষ্য।
[ad_2]