পূর্ব বর্ধমানে সভা থেকে শাসকদলের উপর একের পর এক আক্রমণ আনলেন কমরেড মীনাক্ষী। তিনি বলেন -মেয়েকে নিয়ে বাবা তিহারে, গার্ল ফ্রেন্ড কে নিয়ে মন্ত্রী জেলে, বৌ কে নিয়ে স্বামী জেলে এইভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তি পল্লীর মাঠে সভা করতে এসে শনিবার মীনাক্ষী আরও বলেন, আপনারা পুলিশের ছাতার তলায় নমিনেশন করেন নি, করেছেন মানুষের সমর্থন নিয়ে।
তাই বাম প্রার্থীদের আটকাতে এলে চাঁদি ফাটিয়েই বাড়ি যেতে হবে।এই ভাষাতেই পঞ্চায়েত ভোটে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন বাম যুব নেত্রী মীণাক্ষী মুখার্জি। এদিন জেলায় তার আরও কয়েকটি সভা রয়েছে বলে জানা গেছে।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীণাক্ষী মুখার্জি বলেন;মানুষের পয়সায় বেতন নিয়ে যারা লুঠেরাদের হাতে পঞ্চায়েত তুলে দেবার জন্য কাজ করছেন তাদের বুঝতে হবে মানুষ ক্ষেপে আছে।বেশিরভাগ তরুণ প্রার্থী এবারে বামেদের।নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সুফল পাবেন তারা।চোরদের বিরুদ্ধে ; দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে বামেরাই আছে। নির্ভয়ে নিজের ভোট নিজে দিন।