Bengaliportal: আজ তিনি বিধ্বস্ত, মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু তাঁকে লড়াই করতেই হবে। তাঁর লড়াইয়ে অনুরাগীদেরও পাশে থাকার আবেদন জানিয়েছেন। সম্প্রতি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন। কী হয়েছে মিমির? সেই প্রশ্ন সকলের। কয়েকদিন আগেই গোয়ায় বেড়াতে যাওয়ার হাসিখুশি নানা মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে মিমিকে। সেখানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগও করেছেন। তারপর ফিরেই এমন বিষাদমাখা পোস্ট দেখে মনভার অনুরাগীদেরও।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আসলে, মিমি যে সারমেয় প্রিয়, তা সকলেই জানেন। সেই সারমেয়র মধ্যে একজন ‘চিকু’। যাকে মিমি তাঁর ‘বড় ছেলে’ বলে মনে করেন। সেই চিকু ক্যানসারে আক্রান্ত। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ৮ বছরের চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই মারণ রোগ। চিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, চিকুর অস্ত্রোপচার করা সম্ভব নয়।
এরপরেই সাহায্যের আর্তি জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘বড় ছেলে’র চিকিৎসা করাতে তিনি এবার যেতে চান চেন্নাই। অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন, তাঁদের কোনও পরিচিত চিকিৎসক, হাসপাতাল জানা আছে কিনা। যদি কেউ জেনে থাকেন তাহলে যেন অবশ্যই মিমিকে ইনবক্স করেন।