Bengaliportal: ভোটের আগে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি। এদিনই টুইটে এই ঘোষণা করেছেন তিনি। দৈনিক মজুরির অঙ্ক অনেকটা বেড়ে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।
রাজ্যে এই মুহূর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক রয়েছেন। এঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তির ভিত্তিতে। এঁদের সকলের জন্য রাজ্য সরকারের নয়া ঘোষণা প্রযোজ্য। অর্থাৎ প্রত্যেকেরেই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা। অর্ধদক্ষ শ্রমিকরা এতদিন হাতে পেতেন দৈনিক ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা কাজের বিনিময়ে এখন থেকে হাতে পাবেন ৪০৪ টাকা। খুব দ্রুতই চালু হয়ে যাবে বর্ধিত হারে মজুরি প্রাপ্তি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শ্রমিক, দিনমজুরদের আর্থিক উন্নতির কথা ভেবে তাঁদের মজুরিবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে ভোট ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।
আরও পড়ুন: নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সত্ত্বেও বেতন বন্ধ নয় প্রাথমিক শিক্ষকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা