[ad_1]
নিজস্ব প্রতিবেদন : বাংলায় যে সকল শিল্পী রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নচিকেতা। জীবনমুখী গানের জন্য তিনি বিখ্যাত। এই শিল্পীকে আবার বাংলা ভাষা নিয়ে বিভিন্ন সময় তর্কে বিতর্কে জড়াতে দেখা যায়। ঠিক সেই রকমই ফের একবার তাকে তর্কে জড়াতে দেখা গেল।
এবার এই শিল্পীকে তর্কে জড়াতে দেখা যায় সরাসরি তার এক শ্রোতার সঙ্গে। শুধু তর্কে জড়াতে নয় পাশাপাশি রীতিমতো তাকে ওই শ্রোতাকে ছাগল, বলদ, এসব বলে গালাগাল করতে দেখা যায়। আসলে নচিকেতা এইরকমই একজন মানুষ যিনি মেজাজ হারালে কখন কি বলেন খেয়াল থাকে না। সে মঞ্চ হোক অথবা অন্য কোথাও।
মঞ্চ থেকে শ্রোতাকে উদ্দেশ্য করে এইভাবে গালাগাল দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লাইভ শো করছেন নচিকেতা। সেই সময় মঞ্চের সামনে থাকা কোন এক শ্রোতা নচিকেতার কাছে হিন্দি গান শোনার জন্য আবদার জানান। হিন্দি গানের সেই আবদার শুনেই চটে যান নচিকেতা।
মাইক হাতেই নচিকেতা ওই শ্রোতাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’
এখানেই শেষ নয়, এরপর যখন তিনি নতুন গান শুরু করতে যান তখনও সেই গান গাওয়ার আগে একবার থমকে দাঁড়ান এবং বলেন ‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে।’ অর্থাৎ তিনি ওই দর্শককে বুঝিয়ে দিয়েছেন, এমন আবদারের অন্য কেউ কিছু না বললেও তিনি (নচিকেতা) কিন্তু ছেড়ে দেওয়ার লোক নন।
[ad_2]