[ad_1]
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সাত সকালে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি ইডির আধিকারিকরা হানা দেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখান থেকেই উদ্ধার হয় ২১ কোটি টাকার বেশি নগদ এবং বিদেশি মুদ্রা সহ বিভিন্ন জিনিসপত্র।
তবে এসবের মাঝেই জানা যাচ্ছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কালো ডায়েরি। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সেই কালো ডায়েরির পাতা উল্টাতেই নাকি বেরিয়ে আসছে একের পর এক অবাক করা তথ্য। সূত্রের খবর সেই কালো ডায়েরিতে লেখা রয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের নাম। সেই ডায়েরী বাজেয়াপ্ত করেছে ইডি।
সারদা কান্ডের সময় এইরকমই খোঁজ মিলেছিল লাল ডায়েরির। যে ঘটনাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই এসএসসি মামলায় কালো ডায়েরির খোঁজ মিলতে নতুন করে শোরগোল পড়ে গেল। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে লাগাতার তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ৫০ রকমের নথি হাতে এসেছে বলে ইডির তরফে জানা যাচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে এই ডায়েরির ভিতর বিভিন্ন রকমের টাকার অংক লেখা রয়েছে। এর পাশাপাশি রয়েছে একাধিক নাম। তবে সূত্র মারফত এই যে ডায়েরী উদ্ধারের বিষয়টি সামনে এসেছে তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই ডায়েরির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা ছাড়াও আরও অনেক টাকা ও সম্পত্তি রয়েছে।
এছাড়াও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মিনিস্টার ইন চার্জ হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন লেখা টাকা ভর্তি খাম। যাতে ছিল ৫ লক্ষ টাকা। এই কালো ডায়েরী ছাড়াও আরও একটি ছোট ডায়েরি উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে।
[ad_2]