ট্যুইটার ব্যবহারকারী জন্য এলো নতুন নিয়ম। ট্যুইটারে পোস্ট দেখার ক্ষেত্রে নয়া ফরমান জারি করলেন মালিক ইলন মাস্ক ।
জানালেন, অতিরিক্ত পরিমাণ ডেটা স্ক্র্যাপিংও সিস্টেম ম্যানিপুলেশনের ঠিক করতে আমরা সাময়িকভাবে কিছু সীমাবদ্ধতা জারি মেনে চলব। ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিদিন ৬ হাজার পোস্ট পড়া যাবে। পুরনো আনভেরিফায়েড অ্যাকাউন্ট ৬০০টি পোস্ট ও নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টব্যবহারকারী প্রতিদিন ৩০০টি পোস্ট পড়তে পারবেন।