ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নতুন ভূমিকায় দেব

নতুন ভূমিকায় দেব
নতুন ভূমিকায় দেব
Rate this post

অভিনেতা দেবকে এর আগে আমরা বহু চরিত্রে অভিনয় করতে দেখেছি। কিন্তু এই প্রথমবারের জন্য বোমকেশের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ অবলম্বনে ছবি তৈরি করেছেন অভিনেতা। দেবের নিজের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ । শনিবার প্রকাশ্যে এল ছবি প্রথম ঝলক।

রহস্য এবং টানটান উদ্দীপনায় ভরপুর ছবির প্রি-টিজার শেয়ার করে দেব জানিয়েছেন, টিজার শিগগিরি আসছে। ৪১ সেকেন্ডের এই প্রি টিজারের একেবারে শেষ গিয়ে দেখা মিলেছে ব্যোমকেশ রূপে দেবের। ছবিতে সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র । ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি, সে কথা আগেই ঘোষণা করেছেন অভিনেতা।

Leave a Reply