স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ট্যুইটার একটি প্রচলিত নাম।আজ হঠাৎ করেই সমস্যার সম্মুখীন সেই ট্যুইটার।আচমকা অদ্ভুত সমস্যায় পড়লেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ট্যুইটার ব্যবহারকারী । তাঁরা কেউই কোনও পোস্ট করতে বা অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করতে পারছিলেন না। টুইটারে এই ধরনের কোনও কাজ করতে গেলেই দেখাচ্ছিল রেট লিমিট এক্সিডেড বা হারের সীমা অতিক্রম করেছে দেখাচ্ছিল।
বিষয়টি বুঝতে পারার পরেই একাধিক ট্যুইটার ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানাতে শুরু করেন। কিছুক্ষণ পরে অবশ্য এই সমস্যা ঠিক হওয়ার কথা জানা যায়।