Bengaliportal: “সবার জন্য বাড়ি নিশ্চিত করব” নয়া গৃহনির্মাণ প্রকল্পের শিলান্যাসে বললেন মোদী। শুক্রবার ছ’টি রাজ্যে লাইট হাউস প্রজেক্টস -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস এবং ইউপিএ সরকারকে নিশানা করে মোদী আরও বলেন, আগের সরকার দেশবাসীর জন্য যে বাড়ি তৈরির প্রকল্প নিয়ে্ছিল, তাতে এই ধরনের প্রযুক্তিকে গুরুত্বই দেওয়া হয়নি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
এলএইচপি প্রকল্পে ইন্দওর, রাজকোট, চেন্নাই, রাঁচি, আগরতলা এবং লখনউ— এই ৬টি শহরে ১০০০টি করে বাড়ি তৈরি হবে। এই প্রকল্পে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে এক দিকে যেমন দ্রুত বাড়ি তৈরি হবে, তেমনই খরচ কম পড়বে। বাড়িগুলি টেকসই এবং বসবাসের পক্ষেও আরামদায়ক হবে বলে দাবি করেছে সরকার।
শুক্রবার এই প্রকল্পেরই শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, “গ্রামাঞ্চলেও দ্রুততার সঙ্গে ২ কোটি বাড়ি তৈরি করা হবে। আমি আশাবাদী, সবার জন্য আমরা বাড়ি নিশ্চিত করতে পারব।’’ পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করে মোদী বলেন, ‘‘আগের সরকার খুঁটিনাটি বিষয় এবং নির্মাণের গুণমান নিয়ে ভাবনাচিন্তা করেনি। এই পরিবর্তন গ্রহণ না করলে, সবার জন্য বাড়ি তৈরি করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই দেশ আজ এই নতুন প্রযুক্তি গ্রহণ করেছে।’’