Bengaliportal: এখনও তিনি শপথগ্রহণ করেননি। তার আগেই বিতর্কে জড়ালেন উত্তরাখণ্ডের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রায় ৬ বছর আগে সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
ঠিক কোন পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক? ২০১৫ সালের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন তিনি একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে ভারতের একটি মানচিত্রের ছবিও ছিল। যেটি শেয়ার করে তিনি লেখেন, ‘‘অখণ্ড ভারত, প্রতিটি রাষ্ট্রভক্তের স্বপ্ন’’। এই মানচিত্রটিকে নিয়ে বিতর্কের সূত্রপাত। ভারতমাতার ছবি কেন্দ্রে রাখা সেই মানচিত্রে প্রতিবেশী দেশগুলিকেও ভারতের মধ্যে দেখানো হয়েছিল। অথচ ভারতের অন্তর্গত হিসেবে দেখানো হয়নি লাদাখ ও পাক অধিকৃত কাশ্মীরকে।
কিন্তু ৬ বছর আগে করা পোস্ট ঘিরে এখন বিতর্ক শুরু হয়েছে? আসলে সেই সময় পুষ্কর সিং ধামি ছিলেন একজন বিজেপি নেতা মাত্র। আর এখন তিনি বলতে চলেছেন রাজ্যের মসনদে। স্বাভাবিক ভাবেই সেই কারণেই পুরনো পোস্টকে ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।