ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আশায় জল ঢাললেন DRM, সিউড়ি থেকে নতুন ট্রেনের সম্ভাবনা ক্ষীণ

আশায় জল ঢাললেন DRM, সিউড়ি থেকে নতুন ট্রেনের সম্ভাবনা ক্ষীণ
Rate this post

[ad_1]

আশায় জল ঢাললেন DRM, সিউড়ি থেকে নতুন ট্রেনের সম্ভাবনা ক্ষীণ

নিজস্ব প্রতিবেদন : কলকাতা অথবা অন্য কোন জায়গার সঙ্গে সিউড়ি শহরের বাস যোগাযোগ মোটামুটি ঠিক থাকলেও ট্রেন যোগাযোগ একেবারেই খারাপ। কলকাতা যাওয়ার ক্ষেত্রে সিউড়ির বাসিন্দাদের হয় ময়ূরাক্ষী এক্সপ্রেস অথবা বাসের উপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই সিউড়ি থেকে এমন একটি ট্রেনের দাবি দাওয়া উঠছে যাতে করে সকালে কলকাতা গিয়ে কাজ করে রাতে ফিরে আসা যায় অনায়াসে।

দিন কয়েক আগেই এই দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে একটি নতুন ট্রেন চালু হওয়া নিয়ে বিভিন্ন সূত্র বিভিন্ন রকম দাবি করছিল। নতুন ট্রেনটি সিউড়ি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে সিউড়ি পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে বলেও জানা যায়। কিন্তু কবে এই ট্রেন চালু হবে তা নিয়ে কোন সঠিক উত্তর পাওয়া যায় নি। সিউড়ি শহরের বাসিন্দারা নতুন এই ট্রেন নিয়ে বেশ আশায় ছিলেন।

তবে মঙ্গলবার সেই আশায় জল ঢাললেন DRM পরমানন্দ শর্মা। তিনি মঙ্গলবার সিউড়িতে এসে জানিয়েছেন, নতুন ট্রেনের প্রয়োজনীয়তার ক্ষেত্রে যাত্রীদের চাহিদা, টিকিটের বিক্রি ইত্যাদির উপর নির্ভর করে। সিউড়ি স্টেশনে এখন যে পরিমাণ টিকিট বিক্রি হয়, তার থেকে টিকিট বিক্রির সংখ্যা বাড়লে জানতে হবে এখানে চাহিদা রয়েছে।

এরপর এই প্রশ্ন ওঠে তাহলে নতুন একটি ট্রেন চালু হওয়া সম্পর্কে যা শোনা যাচ্ছিল তা কি হবে? এই প্রশ্নের উত্তরে ডিআরএম পরমানন্দ শর্মা জানান, ‘আপাতত এখন নিয়ে এই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নেই।’ DRM-এর এই বক্তব্যের পরেই যেন সব আশায় জল জল পড়ে গেল।

প্রসঙ্গত, দিন কয়েক আগে সিউড়ি শিয়ালদা এবং শিয়ালদা সিউড়ি যে ট্রেনটি চালু হওয়া নিয়ে শোনা যাচ্ছিল সেই ট্রেনটি প্রতিদিন ভোর ৫:২০ মিনিটে সিউড়ি রেল স্টেশন থেকে ছাড়বে এবং তা সকাল ৯:৫৭ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। ফেরার পথে শিয়ালদা থেকে বিকাল ৫:২৫ মিনিটে ট্রেনটি রওনা দেবে সিউড়ির দিকে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ৯:২০ মিনিটে। তবে আপাতত এখনই এই ট্রেন চালু হচ্ছে না বলেই জানালেন ডিআরএম পরমানন্দ শর্মা।

[ad_2]

Leave a Reply