ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ডিকশনারি ছবির প্রিমিয়ারে যশের সঙ্গে নুসরত

ডিকশনারি ছবির প্রিমিয়ারে যশের সঙ্গে নুসরত
ডিকশনারি ছবির প্রিমিয়ারে যশের সঙ্গে নুসরত
Rate this post

Bengaliportal: টলিউডে বেশ কয়েকদিন ধরেই যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রেম নিয়ে চলছে জোর গুঞ্জন। সেই গুঞ্জনের আগুনে ঘি পড়েছে আবারও। ফের একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। বৃহস্পতিবার ছিল ব্রাত্য বসু পরিচালিত নুসরত জাহান ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ার।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সেখানেই একসঙ্গে প্রিমিয়ারে আসেন নুসরত-যশ। থাই স্লিট লাল রঙের পোশাকে উত্তাপ ছড়ান অভিনেত্রী। অন্যদিকে, যশকে দেখা গিয়েছে ডেনিম প্যান্টে। একের পর এক ক্লিকে লেন্সবন্দি হন দুই তারকা। আবারও শুরু হয় জল্পনা। স্বামী নিখিল জৈনকে ছাড়াই প্রিমিয়ারে নুসরত!


রাজস্থান সফরের পর থেকেই নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তর নাম জড়িয়ে অনেক রটনাই রটেছে। কয়েকদিন আগেই দু’জনে ইনস্টাগ্রাম স্টোরিতে একই খাবারের ছবি শেয়ার করে আলোচনায় এসেছিলেন।

Leave a Reply