Bengaliportal: মানালি দে’র পর এবার সাইবার ক্রাইমের শিকার টলিউডের আরও এক অভিনেতা। বুধবার সন্ধেয় হ্যাক হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ। ইতিমধ্যেই বেহালা থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিভিন্ন লোকেশন থেকে আইওএস ডিভাইসের মাধ্যমে তাঁর পেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হয়। এরপরেই হঠাৎ করেই ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ৯ লক্ষ থেকে কমে ২ লক্ষ হয়ে যায়। মুছে দেওয়া হয় ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পোস্ট। এরপর তিনি লাইভ ভিডিও করেন। সেখানে তিনি বলেন, যে বা যারা তাঁকে দমানোর চেষ্টা করছেন কোনও লাভ হবে না। অপরাধীদের নাগালে আনতে তৎপর পুলিশ। পাশাপাশি অনুরাগীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা সোহম।
আরও পড়ুন: বিজ্ঞানে আগ্রহী বাংলার ছাত্রীরা একাদশ-দ্বাদশ শ্রেণী থেকেই পেতে চলেছে রাজ্যের বৃত্তি বললেন মমতা
শুধু অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ নয়, কিছুদিন আগেই হ্যাক করা হয়েছে অভিনেত্রী মানালি দে’র ইনস্টাগ্রাম পেজ।