ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে নিয়োগ 2022 – (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022

Oil and Natural Gas Corporation Recruitment 2022
Oil and Natural Gas Corporation Recruitment 2022
Rate this post

[ad_1]

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে নিয়োগ 2022 – (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ারিং এবং জিওসায়েন্স শাখায় ই১ লেভেলের গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরাঅয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ওএনজিসি নিয়োগ ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ওএনজিসি নিয়োগ ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৮৭১টি বেশি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে নিয়োগ 2022 – (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022

সংস্থাঅয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
পদের নামইঞ্জিনিয়ারিং এবং জিওসায়েন্স শাখায় ই১ লেভেলের গ্র্যাজুয়েট ট্রেনি
শূন্যপদের সংখ্যা৮৭১
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ২২.১০.২০২২
আবেদন পদ্ধতিঅনলাইন
বেতনক্রমবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে

 আবেদন ফি

জেনারেল, ইডব্লুএস ও ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, এসটি ও এসসি এবং পিডব্লুবিডি বিভাগের প্রার্থীদের আবেদন ফি প্রত্যাহার করা হয়েছে।

ওএনজিসি নিয়োগ ২০২২: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের পারফরমেন্স এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে।

ওএনজিসি নিয়োগ ২০২২: আবেদন পদ্ধতি

  • প্রথমে ONGCINDIA.COM-এ অফিসিয়াল ওয়েবসাইটটে যেতে হবে
  • হোমপেজে, কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে
  • এরপরে, “ONLINE REGISTRATION FOR RECRUITMENT OF GTS IN GEOSCIENCE & ENGINEERING DISCIPLINES (E1 LEVEL) THROUGH GATE-2022 22 SEP, 2022” লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
  • নাম রেজিস্ট্রেশন করতে হবে
  • আবেদনপত্রটি পূরণ করতে হবে
  • আবেদন ফি প্রদান করতে হবে
  • আবেদনপত্র জমা দিতে হবে
  • প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন
  • সরাসরি আবেদনের লিঙ্ক- Click Here
  • প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটে Click করে দেখতে পারেন।

[ad_2]

Leave a Reply