ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অয়েল ইন্ডিয়ায় বিভিন্ন পদে নিয়োগ – Oil India Recruitment 2023

Oil India Recruitment 2023
Oil India Recruitment 2023

অয়েল ইন্ডিয়ায় বিভিন্ন পদে নিয়োগ – Oil India Recruitment 2023: সম্প্রতি অয়েল ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক-ইন-প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্ট-কাম-পার্সোনাল অ্যাসেসমেন্ট উভয়ই যথাক্রমে ১৫ এবং ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় সমস্ত আসল ডকুমেন্ট নিয়ে আসতে হবে।এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।এর মধ্যে ৪টি শূন্যপদ অ-সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের রাখা রয়েছে।

অয়েল ইন্ডিয়ায় বিভিন্ন পদে নিয়োগ – Oil India Recruitment 2023

সংস্থাঅয়েল ইন্ডিয়া
পদের নামফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা১০
কাজের স্থানদুলিয়াজান
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
ইন্টারভিউয়ের তারিখ১৫ এবং ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
 বয়সসীমাইউআর ক্যাটাগরির প্রার্থীদের জন্য ন্যূনতম ২২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সের উচ্চসীমাতে শিথিলতা প্রদান করা হয়েছে।

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

চুক্তিভিত্তিক ফার্মাসিস্ট: ১৯৫০০ টাকা। চুক্তিভিত্তিক প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান: ১৬৬৪০ টাকা

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

ফার্মাসিস্ট:

  • সায়েন্স স্ট্রিমে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ ভারত সরকার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট থেকে ২ বছরের ডিপ্লোমা কোর্স অসম ফার্মাসি কাউন্সিলের অধীনে নাম রেজিস্ট্রি করা থাকতে হবে
  • ফার্মাসিস্ট হিসাবে ন্যূনতম ২ বছরের কাজের যোগ্যতা

প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান:

  • সায়েন্স স্ট্রিমে ইন্টারমিডিয়েট উত্তীর্ণসায়েন্স স্ট্রিম নিয়ে উচ্চমাধ্যামিক উত্তীর্ণ
  • মেডিকেল কলেজ থেকে ওটি টেকনোলজিতে ডিপ্লোমা ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

নির্বাচিত প্রার্থীরা ফিল্ড হেডকোয়ার্টার, দুলিয়াজানে নিযুক্ত হবেন। প্রার্থীদের শিফটে এবং অন-কল ডিউটির ভিত্তিতে কাজ করতে হতে পারে। ওয়াক-ইন-প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট-কাম-পার্সোনাল অ্যাসেসমেন্টের পাস মার্কস ন্যূনতম ৫০%

অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল

প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য, পরে বিভাগীয় প্রয়োজনীয়তা, কর্মক্ষমতা, আচরণ, শারীরিক যোগ্যতার উপর নির্ভর করে আরও ৬ মাসের জন্য মেয়াদ বাড়ানো হতে পারে।

Leave a Reply