ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

PM KISHAN কেওয়াইসি এবার ঘরে বসেই,অ্যাপ চালু করলো কেন্দ্র

চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধী সুবিধাভোগী কৃষকদের ই-কেওয়াইসি করার জন্য আর এখানে-ওখানে ঘুরতে হবে না। তাঁরা ঘরে বসেই এই কাজটি সেরে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এখন আর ওটিপি অথবা আঙুলের ছাপেরও প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী , পিএম-কিসান সুবিধাভোগী কৃষকদের জন্য নতুন একটি মোবাইল অ্যাপ আনুষ্ঠানিক ভাবে চালু করেন। পিএম কিসান মোবাইল অ্যাপে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে ফেস-রিকগনাইজেশন টেকনোলজি। ফেস অথেন্টিকেশন ফিচারের সাহায্য কৃষকরা ই-কেওয়াইসি জমা করতে পারবেন।

সুবিধাভোগীদের আবেদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে অ্যান্ড্রয়েড-ভিত্তিক অ্যাপটি চালু করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। এখানে নতুন করেও নাম নথিভুক্ত করা যাবে। পুরো প্রক্রিয়ার রিভিউ শেষে অ্যাপটিতে একটি সমন্বিত ইকেওয়াইসি ভ্যালিডেশন ফিচার রয়েছে। শুধু তাই নয়, নতুন এই অ্যাপের মাধ্যমে কিস্তির তারিখগুলি জেনে নিতে পারবেন কৃষকরা।

Leave a Reply