ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রতিবাদী SSC প্রার্থীদের উপর পুলিশি হেনস্থা

প্রতিবাদী SSC প্রার্থীদের উপর পুলিশি হেনস্থা
প্রতিবাদী SSC প্রার্থীদের উপর পুলিশি হেনস্থা
Rate this post

বেঙ্গলি পোর্টাল: প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু চাকরি পাননি নবম থেকে দ্বাদশ পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকে এসএসসি’র প্রার্থীরা৷ এর প্রতিবাদে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে এদিন শান্তিপূর্ণভাবে অবস্থান ও ধর্নার কর্মসূচি নিয়েছিলেন এসএসসি চাকরি প্রার্থীরা৷ কিন্তু সেই কর্মসূচির শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীদের আটক করল পুলিশ৷

এদিন গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করতেই দেওয়া হল না SSC-র চাকরি প্রার্থীদের৷ ধর্মতলা বাসস্ট্যান্ড থেকেই তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়৷ গান্ধী মূর্তির পাদদেশ জুড়ে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ কোনও ভাবেই অবস্থানে বসতে দেওয়া হবে না তাঁদের৷ ধর্মতলা বাস স্ট্যানড ও প্রেস ক্লাবের সামনে প্রচুর সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে৷

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

চাকরি প্রার্থীদের বক্তব্য, তাঁরা চাকরিতে পাশ করেছে, তাঁদের মেধা রয়েছে, মেরিট লিস্টে নাম রয়েছে৷ মুখ্যমন্ত্রীর নিজে তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর দরবারে তাঁদের একটাই আর্জি, চাকরি দিন৷ কিন্তু এদিন তাঁদের ধর্নায় বসতেই দিল না রাজ্য সরকার৷ পুলিশ দিয়ে তাঁদের কণ্ঠরোধ করা হল৷

আরও পড়ুন: SBI ব্যাংকে 2000 শূন্যপদে অফিসার নিয়োগ করছে

সরকারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশই পালন করেছে পুলিশ৷ অভিযোগ, সরকার চায় না চাকরির দাবিতে রাজপথে কোনও আন্দোলন হোক৷ নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা ২০১৬ সালে অনুষ্ঠিত হয়। তারপর দীর্ঘ এক বছর টালবাহানা করে কোনও আপডেট ভ্যাকেন্সি ছাড়াই মেরিট লিস্ট প্রকাশিত হয়।

অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে ভর্তির দাবিতে কলকতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷ সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে অবিলম্বে তাঁদের ভর্তি নেওয়ার দাবি তোলেন তাঁরা৷ নভেম্বর মাসের মধ্যেই তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন পড়ুয়ারা৷

Leave a Reply