বেঙ্গলি পোর্টাল: ব্যাংকের চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য বিশেষ সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া৷ আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে৷ প্রিলিমিনারি পরীক্ষার পর হবে মেন পর্বের পরীক্ষা৷ তারপরেই ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া।
Table of Contents
[hide]
❒ প্রতিদিন আপডেট পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Apply Online SBI Bank 2000 Probationary Officers
পোস্টের নাম | SBI Bank 2000 Probationary Officers |
পোস্ট সংখ্যা | মোট শূন্যপদ রয়েছে ২০০০ টি৷ সাধারণ- ৮১০ টি শূন্যপদ৷ তফসিল জাতি- ৩০০ টি শূন্যপদ৷ তফসিল উপজাতিদের জন্য রয়েছে-১৫০ টি শূন্যপদ৷ OBC জন্য রয়েছে- ৫৪০ টি শূন্যপদ৷ |
শিক্ষাগত যোগ্যতা | চাকরিপ্রার্থীকে স্নাতক হতে হবে৷ চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়ারা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে৷ |
বয়সসীমা | ১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ |
বেতন | – |
নিয়োগ পদ্ধতি | লিখিত পরীক্ষা/ইন্টারভিউ |
আবেদন শুরুর তারিখ | 14.11.2020 |
আবেদনের শেষ তারিখ | 04.12.2020 |
আবেদন ফি | অসংরক্ষিত শ্রেণি ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা৷ তবে তফসিলি প্রার্থীদের কোনও রকম আবেদন ফি নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। |
আবেদন পদ্ধতি | অনলাইন |
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন করুন | Apply Now |
প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৩১ ডিসেম্বর থেতে ২, ৪ ও ৫ জানুয়ারির মধ্যে৷ এরপর ২৯ জানুয়ারি হবে মেন পরীক্ষা৷
❒ আপনি নীচের লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন:
আরও পড়ুন: অতিমারীর মধ্যেই টেট পরীক্ষার বার্তা ঘোষণা করে খুশির খবর দিলেন খোদ মুখ্যমন্ত্রী