ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জোরকদমে চলছে প্রস্তুতি, কলকাতার ইস্কনের রথযাত্রায় জনপ্লাবনের আশঙ্কা।

জোরকদমে চলছে প্রস্তুতি, কলকাতার ইস্কনের রথযাত্রায় জনপ্লাবনের আশঙ্কা।
জোরকদমে চলছে প্রস্তুতি, কলকাতার ইস্কনের রথযাত্রায় জনপ্লাবনের আশঙ্কা।
Rate this post

সামনেই রথযাত্রা,আর রথযাত্রা মানে বাঙালির কাছে এক আলাদা নস্টালজীয়া। বিশ্বের দরবারে স্থান করে নেওয়াপুরীর রথযাত্রার পরেই দ্বিতীয় স্থানে কলকাতার ইস্কন রথযাত্রা ।২০ জুন রথের রশিতে আনুষ্ঠানিক টান পড়ার আগে সকাল ৮ টায় চিরাচরিত প্রথা মেনে পাহান্ডি বিজয় যাত্রা হবে।

কলকাতায় ইস্কনের রথযাত্রা এই বছর ৫২ তম বর্ষ পার করবে। ২০ শে জুন বেলা ১ টায় রশি টেনে এবারের রথযাত্রার শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোমণ্ডল দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় ১৯ জুন ভোরে বাহানাগা ইস্কন মন্দিরে বিশেষ শান্তি প্রার্থনার আয়োজন করা হয়েছে।রথের দিন সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক বেলা ১ টায় সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলির নৃত্য সম্প্রদায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে ইস্কন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা।

২০শে জুন রথযাবে মিন্টো পার্ক-অ্যালবার্ট রোড-হাঙ্গারফোর্ড স্ট্রিট-এ জে সি বোস রোড-শরৎ বসু রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড-ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রথের মেলা ময়দান।

২৮ শে জুন উল্টো রথের দিন রথের চাকা বেলা ১ টায় গড়িয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালী মোড়-সিআইটি রোড-সুরাওয়ার্দি এভেনিউ-পার্ক সার্কাস মোড়-শেক্সপিয়র সরণী-হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড।এবার দ্বিগুণ ভক্ত সমাগমের সম্ভাবনা ইস্কন রথযাত্রায় । অন্যবার আনুমানিক ৮ লাখ ভক্ত সমাগম হয়। এবার তা আনুমানিক ১৫ বা ১৬ লাখ হতে পারে বলে মনে করছে ইস্কন।

Leave a Reply