ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্যে শ্রমিকদের উন্নয়নের জন্য দায়ী। এই বিভাগ, পশ্চিমবঙ্গের শ্রমজীবীদের সামাজিক নিরাপত্তা প্রদান করে, রাজ্যে বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে এবং উৎপাদনশীল শিল্প সম্পর্ককে উন্নীত করে ।রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কর্মচারী রাজ্য বীমা নিগম , শ্রম ও রোজগার দপ্তরে।

পদের নাম– Senior Resident (Clinical, Non-Clinical, GDMO)মোট শূন্যপদ- Clinical ৩৪ টি। (UR- ১০ টি, EWS- ৫ টি, OBC- ১১ টি, SC- ৫ টি, ST- ৩ টি।)Non-Clinical ২৫ টি। (UR- ৯ টি, EWS- ২ টি, OBC- ৭ টি, SC- ৫ টি, ST- ২ টি।)GDMO ২ টি। (UR)

শিক্ষাগত যোগ্যতা- MCI অথবা NMC স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউশন অথবা হাসপাতাল থেকে MD/ MS/ DNB সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা– ইচ্ছুক আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।

বেতন– প্রতিমাসে বেতন ১,৩৩,৬৪০/- টাকা।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে। আবেদনকারীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। অতঃপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র সহ আবেদনকারীদের সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে ইন্টারভিউর দিন।

ইন্টারভিউ তারিখ- ৫ জুলাই, ৬ জুলাই, ৭ জুলাই, ১০ জুলাই এবং ১১ জুলাই ২০২৩।

Leave a Reply