Purba Bardhaman District Magistrate Staff Recruitment 2022: পূর্ব বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে Purba Bardhaman District Magistrate Staff Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Purba Bardhaman District Magistrate Staff Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Purba Bardhaman District Magistrate Staff Recruitment 2022: পূর্ব বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেট অফিসে প্যারামেডিক্যাল স্টাফ, লিগ্যাল-কাম-প্রোবেশন অফিসার, ইত্যাদি পদে কর্মী নিয়োগ
Purba Bardhaman Recruitment: পূর্ব বর্ধমানে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে প্যারামেডিক্যাল স্টাফ, লিগ্যাল-কাম-প্রোবেশন অফিসার, আউটরিচ ওয়ার্কারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
Jobs in Purba Bardhaman কোথায় কতগুলি পদে নিয়োগ ?
জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ব বর্ধমানের কার্যালয়, জেলা সমাজকল্যাণ বিভাগে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের জেলা শিশু সুরক্ষা ইউনিট ও মেয়েদের জন্য সরকার পরিচালিত চিলড্রেন হোমের জন্য নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে ৩টি পদে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য নিচে সংক্ষেপে দেওয়া হল। প্রয়োজনে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন।
Purba Bardhaman Recruitment:
প্যারা মেডিকেল স্টাফ (মহিলাদের জন্য) – 01
যোগ্যতা: এইচএস পাশ ও নার্সিং/ ফার্মেসিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 21-40 বছর হতে হবে।
Jobs in Purba Bardhaman: লিগাল-কাম-প্রবেশন অফিসার-01
যোগ্যতা: আইনে স্নাতক। শিশু কল্যাণের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার জ্ঞান ও 3 বছরের অভিজ্ঞতা। এই বিষয়ে বিশদে জানতে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিন।
বয়স সীমা: 18-45 বছর
Purba Bardhaman Recruitment: আউটরিচ ওয়ার্কার – 01
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা ও ভাল কমিউনিকেশন স্কিল।
Jobs in Purba Bardhaman: কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের 15/06/2022 তারিখে বা তার আগে সমাজকল্যাণ বিভাগে, জেলা ম্যাজিস্ট্রেট অফিস, পূর্ব বর্ধমান -713101 এর অফিসে রাখা ড্রপ-বক্সে তাদের আবেদনপত্র ফেলে দিতে হবে।প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিন।
আরও পড়ুন: আইবিপিএস ক্লার্ক নিয়োগ 2022 আবেদন করুন
Official website of Office of the District Magistrate Purba
Bardhaman — https://purbabardhaman.nic.in/
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
আবেদন করার ফর্ম | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।