ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Railways Job Recruitment 2022: পশ্চিমবঙ্গে রেলে ২,৩০৫ পদে জন্য আবেদন করা শুরু হয়েছে জেনে নিন বিস্তারিত

Railways Job Recruitment 2022: পশ্চিমবঙ্গে রেলে ২,৩০৫ পদে জন্য আবেদন করা শুরু হয়েছে জেনে নিন বিস্তারিত
Railways Job Recruitment 2022: পশ্চিমবঙ্গে রেলে ২,৩০৫ পদে জন্য আবেদন করা শুরু হয়েছে জেনে নিন বিস্তারিত

Bengaliportal: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেল। জামালপুর ওয়ার্কশপ-সহ পশ্চিমবঙ্গের একাধিক ডিভিশন এবং ওয়ার্কশপে প্রায় ৩,০০০ টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ২,৩০২ পদে নিয়োগ করবেন পূর্ব রেল। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (আরআরসি) অফিসিয়াল ওয়েবসাইট rrcer.com-তে গিয়ে আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা:-

হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোল ডিভিশন এবং কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হচ্ছে। মোট ২,৯৭২ জন শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। হাওড়া ডিভিশন ৬৫৯ টি পদ, শিয়ালদহ ডিভিশনে ২৯৭ টি পদ, মালদহ ডিভিশনে ১৩৮ টি পদ, আসানসোল ডিভিশনে ৪১২ টি পদ, লিলুয়া ওয়ার্কশপে ৬১২ টি পদ, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭ টি পদ এবং জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি পদে নিয়োগ করবে রেল।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শিক্ষাগত যোগ্যতা:-

১) স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষার আওতায়) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর।

২) NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate লাগবে।

৩) তবে ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), লাইনম্যান, ওয়ারম্যান, কারপেন্টার এবং পেন্টার (জেনারেল) পদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate লাগবে।

আবেদন ফি:-

প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালান/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা দিতে হবে আবেদনকারীদের।

বয়সসীমা:-

আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ হতে হবে। সেইসঙ্গে ২৪ বছর পূর্ণ করেননি, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষদিনের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ১০ বছর ছাড় দেওয়া হয়েছে।

আবেদন শুরু ও শেষের তারিখ:-

১) আবেদন শুরুর দিন: ১১ এপ্রিল, ২০২২

২) আবেদন শেষের তারিখ: ১০ মে, ২০২২

Leave a Reply