Bengaliportal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন তাঁর বাড়িতে। সারবেন মধ্যাহ্নভোজ। এলাকারই পরিচিত এক বিজেপি কর্মীর কাছ থেকে মঙ্গলবার খবরটা পেয়েছিলেন শিশির সানা। প্রথমটায় একটু স্তম্ভিত হয়ে পড়েন। এ রকম একটা প্রস্তাব যে আসবে, তা স্বপ্নেও ভাবেননি। তবে সেই ‘ঘোর’ কাটতে বেশি সময় লাগেনি শিশিরের। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়নের সব রকম ব্যবস্থা করতে নেমে পড়েন তিনি। পাড়া প্রতিবেশীরাও জুটে যান তাঁকে সহযোগিতা করার জন্য।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
পেশায় ভ্যানরিকশাচালক ডোমজুড়ের চামরাইল গ্রামের বাসিন্দা শিশির। পরিবার বলতে তিনি আর তাঁর মা সুনিত্রা সানা। ভাঙাচোরা, হতশ্রী বাড়িতে বৃদ্ধা মাকে নিয়ে থাকেন অবিবাহিত শিশির। ভ্যানরিকশা চালিয়ে দৈনিক ১৫০-২০০ টাকা আয় হয়। তা দিয়েই কোনও রকমে মা-ছেলের দিন কাটে। বাড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে তাই উৎসাহের অন্ত ছিল না শিশিরের। স্বরাষ্ট্রমন্ত্রীর আতিথেয়তায় যাতে কোনও রকম খামতি না থাকে তা নিয়েই মেতে ছিলেন রাতভর।
আরও পড়ুন: কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কটাক্ষের শিকার বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বুধবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রচার পর্ব সেরে মধ্যাহ্নভোজের জন্য তিনি হাজির হয়েছিলেন শিশিরের বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজীব-সহ মোট পাঁচ জন অতিথি মধ্যাহ্নভোজ সারেন সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য রুটি, ভাত, লালশাক ভাজা, সবজি ডাল, আলু-ঢেঁড়স ভাজা, এঁচড়ের তরকারি, পটল পোস্ত, আমের চাটনি, পাঁপড় ভাজার আয়োজন করেছিলেন শিশির।