বেঙ্গলি পোর্টাল: ১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা চলতি মাসেই শুরু হবে বলে জানিয়ে দেওয়া হল আরআরবি এর তরফ থেকে। ইতিমধ্যেই নন-টেকনিক্যাল এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির পরীক্ষা চলতি মাসের ১৫ তারিখ থেকে হবে বলেও জানা যাচ্ছে।
বিভিন্ন পোস্ট এর ক্ষেত্রে বিভিন্ন আসন সংখ্যা রয়েছে যার মধ্যে, এনটিপিসিতে ৩৫,২০৮ টি লেভেল ১ এর জন্য খালি রয়েছে ১,০৩,৭৬৯ টি, আইসোলেটেড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে রয়েছে ১৬৬৩ টি খালি পোস্ট। আগামী ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ১.৪ লক্ষ আসনের জন্য আবেদন জমা পড়েছে ১.১৫ কোটি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
প্রার্থী নেওয়া হবে রেলওয়ে নন-টেকনিক্যাল পপুলার বিভাগ (এনটিপিসি), আইসোলেটেড ও কার্যনির্বাহী বিভাগ এবং রেলওয়ে পর্যায় ১ বিভাগে। প্রথম এনটিপিসি বিভাগে শূণ্য পদের সংখ্যা ৩৫,২০৮। এই বিভাগের অন্তর্গত সিনিয়র সময়রক্ষক, স্টেশনমাস্টার, টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিসট্যাট, জুনিয়র সময়রক্ষক, ক্লার্ক, টাইপিস্ট-সহ বহু পদে প্রার্থী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: অনলাইন ক্লাসের জন্য ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
আরআরবি-এর অধিনে রেলওয়ে পর্যায় ১ বিভাগে ১,০৩,৭৬৯ পদে কর্মী নিয়োগ করা হবে। পর্যায় ১-এর জন্যও পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর। চলবে পরের বছর অর্থাৎ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত।