ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রেলের ১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা হচ্ছে চলতি বছরেই

রেলের ১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা হচ্ছে চলতি বছরেই
রেলের ১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা হচ্ছে চলতি বছরেই
Rate this post

বেঙ্গলি পোর্টাল: ১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা চলতি মাসেই শুরু হবে বলে জানিয়ে দেওয়া হল আরআরবি এর তরফ থেকে। ইতিমধ্যেই নন-টেকনিক্যাল এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির পরীক্ষা চলতি মাসের ১৫ তারিখ থেকে হবে বলেও জানা যাচ্ছে।

বিভিন্ন পোস্ট এর ক্ষেত্রে বিভিন্ন আসন সংখ্যা রয়েছে যার মধ্যে, এনটিপিসিতে ৩৫,২০৮ টি লেভেল ১ এর জন্য খালি রয়েছে ১,০৩,৭৬৯ টি, আইসোলেটেড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে রয়েছে ১৬৬৩ টি খালি পোস্ট। আগামী ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ১.৪ লক্ষ আসনের জন্য আবেদন জমা পড়েছে ১.১৫ কোটি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

প্রার্থী নেওয়া হবে রেলওয়ে নন-টেকনিক্যাল পপুলার বিভাগ (এনটিপিসি), আইসোলেটেড ও কার্যনির্বাহী বিভাগ এবং রেলওয়ে পর্যায় ১ বিভাগে। প্রথম এনটিপিসি বিভাগে শূণ্য পদের সংখ্যা ৩৫,২০৮। এই বিভাগের অন্তর্গত সিনিয়র সময়রক্ষক, স্টেশনমাস্টার, টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিসট্যাট, জুনিয়র সময়রক্ষক, ক্লার্ক, টাইপিস্ট-সহ বহু পদে প্রার্থী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: অনলাইন ক্লাসের জন্য ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আরআরবি-এর অধিনে রেলওয়ে পর্যায় ১ বিভাগে ১,০৩,৭৬৯ পদে কর্মী নিয়োগ করা হবে। পর্যায় ১-এর জন্যও পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর। চলবে পরের বছর অর্থাৎ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত।

Leave a Reply