ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাইথন পাঞ্চেত-সহ ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে শুষ্ক আবহওয়া ও ঝলমলে রোদ থাকায় জল ছাড়ার পরিমাণ কমালো DVC

মাইথন পাঞ্চেত-সহ ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে শুষ্ক আবহওয়া ও ঝলমলে রোদ থাকায় জল ছাড়ার পরিমাণ কমালো DVC
মাইথন পাঞ্চেত-সহ ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে শুষ্ক আবহওয়া ও ঝলমলে রোদ থাকায় জল ছাড়ার পরিমাণ কমালো DVC
Rate this post

Bengaliportal: গত সপ্তাহে নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে ভিজেছিল বাংলা। ফুঁসছিল নদীগুলি। জলস্তর বাড়ায় জল ছাড়ে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর তার ফলে প্লাবিত হুগলির বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল ছাড়া বন্ধ রাখল ডিভিসি মাইথন ও পাঞ্চেত ড্যাম। হাইড্রলিক অপারেশনের জন্য যেটুকু জল ছাড়তে হয়, সেটুকুই ছাড়া হচ্ছে বলে জানাল DVC কর্তৃপক্ষ।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জানা গিয়েছে, এখন ১৫ হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে দুটি ড্যামে। অর্থাৎ মোট ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে গত ২৪ ঘণ্টায়। দুটি ড্যামেই একটি করে লক গেট খোলা হয়েছে। এই মুহূর্তে ৪৯০ ফুট জল রয়েছে মাইথনে। পাঞ্চেতে রয়েছে ৪২৩ ফুট। নতুন করে বৃষ্টিপাত হয়নি। ফলে জলস্তরও বাড়েনি। মাইথন পাঞ্চেত-সহ ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে শুষ্ক আবহওয়া ও ঝলমলে রোদ থাকায় আপাতত স্বস্তি দামোদর উপত্যকা এলাকায়। শুক্রবার দেখা যায় মাইথন ও পাঞ্চেত ড্যাম জলে কানায় কানায় পূর্ণ রয়েছে। মাইথন ড্যাম সংলগ্ন বাথানবাড়ি সিধাবাড়ি বৃন্দাবনী গ্রামের কাছাকাছি জল পৌঁছে গিয়েছে। আশঙ্কা ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ার পরিমান বাড়াতে হবে ডিভিসিকে। তখন ফের বানভাসি হতে পারে দামোদর নিম্ন উপত্যকা এলাকা।

Leave a Reply