ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ – Reserve Bank Of India Recruitment 2023

Reserve Bank Of India Recruitment 2023
Reserve Bank Of India Recruitment 2023

Reserve Bank Of India Recruitment 2023: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ – Reserve Bank Of India Recruitment 2023

সংস্থারিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নামমেডিকেল কনসালটেন্ট
শূন্যপদের সংখ্যা১০
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ২০.০২.২০২৩

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: কাজের স্থান

প্রার্থীদের এই ঠিকানার ‘Main Office Building Reserve Bank of India, Amir manzil, 1-C, Rajbagh, Srinagar- 190008’ প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল ও বেতন

প্রার্থীদের তিন বছরের জন্য নিয়োগ করা হবে। প্রতি ঘন্টার জন্য প্রার্থীদের ১০০০ টাকা দেওয়া হবে।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে মেডিসিনের অ্যালোপ্যাথিতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।জেনারেল মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।প্রার্থীদের যে কোনও হাসপাতাল বা ক্লিনিকে মেডিসিন প্র্যাকটিসের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এছাড়াও প্রার্থীদের ব্যাঙ্কের অফিস থেকে ৩-৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিজস্ব ক্লিনিক/ডিসপেনসারি বা থাকার জায়গা থাকতে হবে।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। এই ব্যাপারে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ইন্টারভিউ গ্রহণের ঠিকানা, ‘Reserve bank of India, Rail Head Complex, Jammu – 180012’।

আরবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ ডকুমেন্ট ও অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট সহকারে আবেদনপত্রটি এই ঠিকানায়, ‘Regional Director, Human Resource Management Department, Reserve Bank of India, Rail Head Complex, Jammu-180012’ পাঠাতে হবে। এনভেলাপের ওপরে “Application for the post of Medical Consultant, RBI, Srinagar on Contract Basis with fixed hourly remuneration” নির্দিষ্ট ভাবে লিখে দিতে হবে।

Leave a Reply