ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯
Rate this post

[ad_1]

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯

Bengaliportal : ১৪ নম্বর জাতীয় সড়কে মল্লারপুর থানার অন্তর্গত মেটেলডাঙ্গা গ্রামের কাছে একটি দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাসের সঙ্গে একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। মৃতরা হলেন রামপুরহাট থানার অন্তর্গত পারকান্দি গ্রামের বাসিন্দা।

মৃতরা প্রত্যেকেই আদিবাসী। মঙ্গলবার তারা মল্লারপুর গিয়েছিলেন ধান রোপণ করতে। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তারা। মৃতদের মধ্যে আট জনই হলেন আদিবাসী মহিলা এবং বাকি একজন অটোর চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে এবং তারপরেই দুমড়ে-মুচড়ে যায় অটোটি। যাত্রীরা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যান এবং তার উপর দিয়েই বাস চলে যায়।

ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। তবে অটোর যাত্রীদের নয় জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অন্যদিকে ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন অটোর চালক সীতারাম হেমরম (২৬)। বাকিরা হলেন যশোমতী হেমরম (৫০), হাপন কালী বেসতা (৩০), হোপেন হেমব্রম (২৬), পাকার হেমব্রম (২০), সন্দই হেমব্রম (৪৫), শাকিলা হেমব্রম (৫৪), বাসন্তী সরেন (৪০)। একজনকে এখনও সনাক্ত করা যায়নি।

অন্যদিকে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, “ঘটনাস্থল থেকে মৃত্যু দেহ সরিয়ে নিয়ে আসার পর যা জানা যাচ্ছে তাতে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজন পুরুষ এবং বাকিরা মহিলা। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।” অন্যদিকে এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ওই বাসের চালক এবং খালাসী।

[ad_2]

Leave a Reply