ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বাড়িতে রয়েছে স্মার্ট টিভি! ভুলেও করবেন না এই কাজ

বাড়িতে রয়েছে স্মার্ট টিভি! ভুলেও করবেন না এই কাজ
বাড়িতে রয়েছে স্মার্ট টিভি! ভুলেও করবেন না এই কাজ

টিভি শব্দটি আমাদের কাছে বহু প্রচলিত একটি শব্দ।বাড়িতে প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রীগুলির মধ্যে অন্যতম হলো টেলিভিশন বা টিভি। বর্তমানে আমাদের সকলের বাড়িতেই রয়েছে টেলিভিশন কারণ টেলিভিশন এখন আমাদের নিত্যপ্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। সারাদিনে ক্লান্তি ভুলতে বাড়ি ফিরে টেলিভিশন চালিয়ে বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান আমরা দেখে থাকি।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাজাচ্ছে পেরেছে বিভিন্ন স্মার্ট টিভি। যুগের সাথে তাল মিলিয়ে অনেকদিন আগেই ঘচে গিয়েছে বোকা বাক্স তকমা, বর্তমানে স্মার্ট টিভির মাধ্যমে Hoichoi থেকে hotstar Netflix থেকে amazon prime সব ধরনের ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পারি আমরা সহজেই। তবে বর্ষাকালে টেলিভিশনের উপরেও আমাদের একটু খেয়াল রাখা উচিত।তা না হলে ঘটে যেতে পারে বড় বিপদ। অনেকেই আছেন যারা টিভি না দেখলেও টিভির সুইচ অফ করতে ভুলে যান। আর এই বর্ষাকালে হঠাত্‍ করে বিদ্যুত্‍ চমকালে সহজেই আপনার টিভি পুড়ে যেতে পারে। একই সাথে নষ্ট হয়ে যেতে পারে আপনার বাড়ির বৈদ্যুতিক কানেকশন। তাছাড়া অনেকের বাড়িতে রয়েছে ডিশ অ্যান্টেনা। অনেক সময় এই ডিশ অ্যান্টেনার উপর বাজ পড়ে টিভি নষ্ট করে দেয়।তাই বিশ্বাসও করে বলছেন সেই সময় আপনার টিভি থেকে কেবল কানেকশন খুলে রাখুন। একই সাথে টিভির সমস্ত প্লাগ বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাছাড়া মনে রাখবেন কোনভাবেই ভিজে হাতে টিভির সকেট কিংবা ব্যাক প্যানেলে হাত দেওয়া যাবে না। কারণ এর ফলে আপনি তো বিদ্যুত্‍পৃষ্ট হবেনই পাশাপাশি আপনার সাধের স্মার্ট টিভি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভবনা থাকবে।

Leave a Reply