যতদিন যাচ্ছে ততই বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা।পুরুষদের পাশাপাশি মহিলাদের ক্যান্সার হওয়ার কিছু পূর্বলক্ষণ গুলি জেনে নিন:
১।দীর্ঘমেয়াদি কাশি হলে বা কাশির সাথে রক্ত গেলে শীঘ্রই ডাক্তারের কাছে যান।এই উপসর্গ অবহেলা করবেন না।
২।মেনোপজাল ব্লিডিং বা মাসিক বন্ধ হবার পর রক্ত ক্ষরণ অর্থাত্ মেনোপজ হবার পরও যদি আকস্মিক মাসিকের মত রক্ত যায় তাহলে ধরে নিতে হবে এটা জরায়ুর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।
৩।মাসিকের সময় যদি তীব্র পেটে ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
৪।স্টোমাক বা পাকস্থলির ব্যথা ও বার বার বমি বমি ভাব হলে এটাকে সাধারণত: গ্যাস্ট্রিক আলসার হিসেবে ধরা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ব্লাড ক্যান্সার, গলা, লিভার, প্যানক্রিয়াস ও কোলো-রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও এমন উপসর্গ দেখা দিতে পারে।