বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টার অভিযোগ। সূত্রে খবর, বাটানগর চত্বরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মালিকাধীন একটি জমি রয়েছে। জানা গিয়েছে, স্থানীয় এক দুষ্কৃতী বাটানগরের ওই জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মহেশতলা থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে।
সূত্রে খবর, সুপ্রিয় নামে স্থানীয় এক দুষ্কৃতী বিগত কয়েকদিন ধরে সৌরভের ওই সম্পত্তির নিরাপত্তারক্ষীকে বিরক্ত করছিল। সেখানে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করছিল। এমনকি সেখানকার তালা ভাঙার চেষ্টাও করেছিল অভিযুক্ত যুবক।
জানা গিয়েছে, সুপ্রিয় নামে অভিযুক্ত যুবক কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধরের হুমকি দেয়। সেই সব বিষয়ে ইতিমধ্যে মহেশতলা থানায় অভিযোগ জানানো হয়েছে এবং হুমকি ফোনের কল রেকর্ডিং পুলিশকে দেওয়া হয়েছে। এদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের তরফে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।