ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রাক্তন প্রেমিকা বিয়ে করলেন, সমকামী এক যুবতী

প্রাক্তন প্রেমিকা বিয়ে করলেন সমকামী এক যুবতী।
প্রাক্তন প্রেমিকা বিয়ে করলেন সমকামী এক যুবতী।
Rate this post

সমকামী যুগলের প্রেম করে বিয়ের ঘটনা আগেও শুনেছি। তবে সন্তান সহ প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার ঘটনা দুর্লভ। প্রাক্তন প্রেমিকা বিয়ে করলেন সমকামী এক যুবতী। নদীয়ার কৃষ্ণনগরের বৈশাখী ও মন্দিরার বিয়ের কথা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

তবে তাদের যে একটি পুত্র সন্তান আছে তা অনেকেই জানে না। পুত্র সন্তানকে নিয়ে বেশ সুখে সংসার করছেন বৈশাখী ও মন্দিরা। বিয়ের পরে তাদের প্রেম যেন আরও মাখোমাখো। নানা ধরনের হিন্দি ও বাংলা গানের রিলস বানিয়ে আপলোড করছেন তাদের প্রোফাইলে। আর সাথে সাথে সেইসব রিলসের ভিউয়ার্স বেড়েই চলেছে। নেটিজেনদের কেউ কেউ লিখেছে মেয়ে মেয়ে কিভাবে বিয়ে করলো? কেউ কেউ লিখেছে এরকম বিয়ে করার মানে কি? কিভাবে সন্তান হবে? এছাড়াও অনেকে কুরুচিকর কমেন্টের শিকার হচ্ছেন বৈশাখী ও মন্দিরা।

আবার বহু নেটিজেনরা তাদের পক্ষ হয়েও কমেন্ট করেন। তবে এইসব তুচ্ছ জিনিসকে উপেক্ষা করে বৈশাখী ও মন্দিরা তাদের রোমান্স চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। চুটিয়ে রোমান্স দেখে ভিউয়ার্স ও ফলোয়ার্স বেড়েই চলছে তাদের।পাশাপাশি ১২ বছরের পুরোনো প্রেম ফিরে পেতে খুব খুশি বৈশাখী ও মন্দিরা। তাদের জীবন আর পাঁচজনের মতন না। সমকামী ভালোবাসা আজও স্বীকৃতি পায় না সমাজে।পরিবার থেকে সমাজের অবমাননার শিকার হয় সমকামী যুগলরা।বৈশাখী ও মন্দিরাও এর থেকে বাদ যায় নি। পরিবারের সাথে সাথে আরও একটি কঠিন ঘটনার শিকার হয় তারা। মা হারা মন্দিরার অন্যত্র বিয়ে হয়েছিল আর সে ফুটফুটে পুত্র সন্তানের জন্মও দেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সম্পর্ক ছিন্ন করতে হয় মন্দিরাকে।

এরপরই ঘটনাচক্রে পুরোনো প্রেমিকা বৈশাখীর সাথে ফের আলাপ হয় মন্দিরার।মন্দিরার ৫ বছরের সন্তানকে নিজের পরিচয় দিয়ে প্রাক্তন প্রেমিকা মন্দিরাকে মন্দিরে বিয়ে করেন বৈশাখী।বিয়ে করে বাড়িতে নিয়ে এসে চুটিয়ে সংসার করছেন তারা। তাদের এই ভালোবাসার জয় হোক, একসাথে চিরকাল ভালো থাকুক, সুখে থাকুক ইনিউজবাংলার তরফ অনেক শুভেচ্ছা রইল প্রেমিকযুগলের জন্য।

Leave a Reply