ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

SSA Gujarat Recruitment 2022: সর্বশিক্ষা মিশনে বিশেষ বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

SSA Gujarat Recruitment 2022
SSA Gujarat Recruitment 2022
Rate this post

Bengaliportal: SSA Gujarat Recruitment 2022: সর্বশিক্ষা অভিযানে’র মাধ্যমে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। SSA-এর মাধ্যমে গুজরাতে এই নিয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এমন অবস্থায় একাধিক বিষয়ে এই শিক্ষক নিয়োগ করা হবে। খুব শিঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শিক্ষক পদের জন্যে এই আবেদন করা হবে বলে খবর। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আবেদন প্রক্রিয়া:-

আগামী ২৬ মে ২০২২ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। তবে মনে রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ৮ জুন, ২০২২ পর্যন্ত।

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.ssagujarat.org

মোট শূন্যপদ:-

জানা যাচ্ছে মোট ১৫০০ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্যে (SSA Gujarat Recruitment 2022) এই নিয়োগ করা হবে। যার মধ্যে Special Educator: Cerebral Palsy (CP) – 43 জন, Special Educator: Multiple Disabilities (MD)- 530 জনকে। এবং Special Educator: Intellectual Disabilities (ID)- 927 জন রয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নিন।

বেতন:- প্রতি মাসে ১৫ হাজার টাকা করে তা দেওয়া হবে।

আবেদন সংক্রান্ত তথ্য:-

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আগামী ২৬ তারিখ থেকে আবেদন করতে বলেছে। আর তা আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আবেদনকারীরা আবেদন পত্রের হার্ড কপি ডাউনলোড করতে পারবে। তবে অবশ্যই এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে হলে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

Leave a Reply