এই বছরেই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’ । ছাড়পত্র দিয়েছে ভারতীয় সেনা। এই ছবির পরিচালক অনিল শর্মা ‘গদর : এক প্রেম কথা’র সিক্যুয়েলের বিষয়ে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বলিউড প্রেমীদের মধ্যে দেখা দেয় উত্সাহ। আবার বড় পর্দায় দেখা যাবে সানি দেওল ও আমিশার জুটিকে, তা নিয়ে শুরু হয় জল্পনা।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর : এক প্রেম কথা’ ছবিটি। বড় পর্দায় সাফল্য পায় এই ছবি। যেহেতু ভারত ও পাকিস্তানের সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘গদর ২’, তাই এই ছবি মুক্তির আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পাওয়া জরুরি ছিল। সম্প্রতি ভারতীয় সেনার কর্মকর্তারা এই ছবি দেখেছেন এবং তাঁরা এই ছবির মুক্তির জন্য সবুজ সংকেত দিয়েছেন।