ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পন্থ পান্ডিয়াদের আচরনে রেগে চটে আগুন রোহিত শর্মা! সিরিজ জিতেও পেল না স্বস্তি

পন্থ পান্ডিয়াদের আচরনে রেগে চটে আগুন রোহিত শর্মা! সিরিজ জিতেও পেল না স্বস্তি

[ad_1]

ইংল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট (রোহিত ১৭, শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ১৭ ও সূর্যকুমার যাদব ১৬) হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে উত্তীর্ণ হন পন্থ-পাণ্ডিয়া।

তাঁদের যুগলবন্দিতে ১১৫ বলে ১৩৩ রান ওঠে স্কোরবোর্ডে। ৫৫ বলে ৭১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন পাণ্ডিয়া। চারে নেমে পন্থ ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬টি চার ও ২টি ছয় হাঁকান ভারতের তিন ফরম্যাটে এক নম্বর উইকেটকিপার-ব্যাটার।

ইংল্যান্ডে সিরিজ জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন ভারতীয়রা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তো রোহিত শর্মাকে শ্যাম্পেনে স্নান করিয়ে দিলেন। তাতে একটা সময় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। চিরাচরিত রোহিত স্টাইলে খেলোয়াড়দের উদ্দেশে কিছু বলতেও দেখা যায়।

রবিবার ম্যাঞ্চেস্টারে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতে নেয় ভারত। হাতে ট্রফি পাওয়ার পরই শ্যাম্পেনের ফোয়ারা ওড়ান ভারতীয় ক্রিকেটাররা। শুরুটা করেন শিখর ধাওয়ান এবং শার্দুল ঠাকুর।

তারপর আসরে নামেন ঋষভ পন্ত। শার্দুল উপরের দিকে শ্যাম্পেন ওড়ালেও শিখর এবং ঋষভের নিশানায় ছিলেন রোহিত। দু’জনে মিলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে পুরোপুরি ভিজিয়ে দেন। রোহিত পালানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। জামা পুরো ভিজে যায়।

রবিবার ম্যাঞ্চেস্টার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২৫৯ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ৭৪ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের।

সেখান থেকে টিম ইন্ডিয়াকে টানতে থাকেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত। হার্দিক বেশি মেরে খেলছিলেন। ৩৫.৩ ওভারে হার্দিক আউট হওয়ার পর ম্যাচের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে দেন পন্ত। একদিনের ক্রিকেটে প্রথম শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ৪৭ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে যায় ভারত।



[ad_2]

Leave a Reply