ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিলাসবহুল গাড়ি বাড়ি, সম্পত্তিতে সুস্মিতা সেনও কম যান না, অবাক করা রোজগার

বিলাসবহুল গাড়ি বাড়ি, সম্পত্তিতে সুস্মিতা সেনও কম যান না, অবাক করা রোজগার

[ad_1]

বিলাসবহুল গাড়ি বাড়ি, সম্পত্তিতে সুস্মিতা সেনও কম যান না, অবাক করা রোজগার

নিজস্ব প্রতিবেদন : হঠাৎ করেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তিনি এইভাবে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ৫৮ বছর বয়সী পলাতক ললিত মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই। তিন সন্তানের বাবা ললিত মোদির সঙ্গে এইভাবে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় নানান কথা উঠছে। কথা উঠছে ললিত মোদির সম্পত্তি নিয়েও।

তবে মনে রাখতে সম্পত্তিতে ললিত মোদির থেকে ললিত মোদির থেকেও কম যান না সুস্মিতা সেন। যদিও ললিত মোদির সম্পত্তির তুলনায় আবার সুস্মিতা সেনের সম্পত্তি কম। সম্প্রতি তারা আলোচনায় আসার পর এই ভাবেই তাদের সম্পত্তি নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এমনকি ললিত মোদির সম্পত্তির সামনে কি সুস্মিতা সেন বিক্রি হয়ে গেলেন এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই প্রশ্ন তুলেছেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের সেই প্রশ্নকে অনেকেই সাই দিয়েছেন। তবে সুস্মিতা সেনের রোজগার সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা শুনলে আপনিও অবাক হতে পারেন।

সুস্মিতা সেন বর্তমানে প্রতি মাসে গড় হিসাবে ৬০ লক্ষ টাকা করে রোজগার করে থাকেন। এই হিসাব অনুযায়ী তাঁর বছরে রোজগার এবং অন্যান সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকা। বঙ্গ তনয়া সুস্মিতা সেন মুম্বইয়ে যে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তার দাম হল ৭৪ কোটি টাকা।

এছাড়াও তার কাছে রয়েছে BMW সিরিজের একাধিক বিলাসবহুল গাড়ি। অডি, লেক্সাসের মতো ব্র্যান্ডের গাড়িও রয়েছে তার কাছে। সিনেমার সঙ্গে এখন সেইভাবে যুক্ত না থাকলেও তিনি সিনেমায় অভিনয় করার জন্য তিন থেকে চার কোটি টাকা নিয়ে থাকেন এবং ব্র্যান্ডের প্রচারের জন্য দেড় কোটি টাকার বেশি নিয়ে থাকেন। তন্ত্র এন্টারটেনমেন্ট নামে এক ম্যানেজমেন্ট সংস্থারও মালকিনও তিনি।

[ad_2]

Leave a Reply