ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রসেনজিতের সাথে দেখা করলেন বিজেপি নেতা তবে জল্পনা উড়িয়ে দিলেন নিজেই

প্রসেনজিতের সাথে দেখা করলেন বিজেপি নেতা তবে জল্পনা উড়িয়ে দিলেন নিজেই
প্রসেনজিতের সাথে দেখা করলেন বিজেপি নেতা তবে জল্পনা উড়িয়ে দিলেন নিজেই

Bengaliportal: আরও এক জল্পনা। এবারের কুশীলব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন প্রসেনজিতের দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়ে সস্ত্রীক তাঁর সঙ্গে দেখা করেছেন বিজেপি-র সংগঠক এবং অমিত শাহকে নিয়ে বইয়ের লেখক। অনির্বাণ। উপহার দিয়েছেন অমিতকে নিয়ে লেখা নিজের বইও। একান্তে দু’জনের কথা হয়েছে বেশ কিছুক্ষণ। তার থেকেই ছড়িয়েছে জল্পনা। টলিউডের ‘বুম্বাদা’ অবশ্য সমস্ত জল্পনা-কল্পনা সপাটে মাঠের বাইরে ফেলে আনন্দবাজার ডিজিটালে লিখেছেন, ‘আমি বিজেপি-তে যোগ দিচ্ছি না। রাজনীতিতেও যোগ দিচ্ছি না’।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মঙ্গলবার সকালে হঠাৎ করেই প্রকাশ্যে এসেছিল সঙ্ঘ পরিবারের প্রধান মোহন ভাগবতের সঙ্গে বলিউডের ‘দাদা’ মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ। মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক সারেন ভাগবত। তবে বৈঠকের বিষয়ে আলোকপাত করেনি কোনও পক্ষই। মিঠুন শুধু বলেছেন, তাঁর সঙ্গে ভাগবতের একটা ‘আধ্যাত্মিক সংযোগ’ রয়েছে। কিন্তু পাশাপাশিই তিনি জানিয়েছেন, এখনও ওই সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনার অবকাশ নেই। সেই সন্ধ্যাতেই আরও এক সুপারস্টারের বাড়িতে বিজেপি-র প্রতিনিধি। অনির্বাণ ওই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে বর্ণনা করেছেন। কিন্তু রাজনৈতিক মহলে নানা ধরনের উৎসুক জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা অনির্বাণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নিজের লেখা বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ উপহার দেন প্রসেনজিৎকে। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে ছবিও তোলান দু’জনে।

অনির্বাণ সে অর্থে বিজেপি-র কোনও পদে নেই। দক্ষিণের বজবজের মূল বাসিন্দা হলেও তিনি থাকেন দিল্লিতে। সংগঠনের কাজও করেন। তবে নীলবাড়ি দখলের লড়াইয়ে তিনি রাজ্য বিজেপি-র সামনের সারির সৈনিক হিসাবেই পরিচিত। বিডেপি-র ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির দায়িত্ব তাঁর উপরেই। অনির্বাণ ‘শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন’-এর কর্তাও বটে। যদিও অনির্বাণ এতে ‘রাজনৈতিক রং’ খোঁজা ঠিক নয় বলেই দাবি করেছেন। তাঁর বক্তব্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য প্রসেনজিৎকে ধন্যবাদ জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি।

Leave a Reply