ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ক্যানিং থানার আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ দিল হাইকোর্ট

ক্যানিং থানার আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ দিল হাইকোর্ট
ক্যানিং থানার আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ দিল হাইকোর্ট
Rate this post

মনোনয়ন নিয়ে ক্যানিংয়ের হাটপুখুরিয়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সিরাজুল ইসলাম ঘরামির অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ দিল হাইকোর্ট। ব্যতিক্রমী ভাবে দক্ষিণ ২৪ পরগনার ওই ঘটনায় তদন্তের জন্যে বিচারপতি রাজাশেখর মান্থা উত্তর ২৪ পরগনার বারাসতের পুলিশ সুপারকে একজন দক্ষ অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগের নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ, মামলাকারী সিরাজুল বারুইপুরের এসপি’র কাছে নিরাপত্তার আবেদন করবেন। তাঁর বাড়ির সামনে দু’জন সশস্ত্র কনস্টেবল এক সপ্তাহের জন্যে পাহারায় থাকবেন। ১৩ থেকে ১৬ জুন ক্যানিংয়ের বিডিও অফিস, হসপিটাল মোড়-সহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে।সিরাজুলের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় ও সৌম্য নাগ অভিযোগ করেন, তাঁদের মক্কেল ২৭৪ জনকে নিয়ে নির্দল হিসেবে ১১ জুন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। বিডিও অফিসের সামনে স্থানীয় বিধায়ক পরেশ নাথ দাসের মদতে দুষ্কৃতীদল তাঁদের ঘিরে ধরে। ভিড়ের মধ্যে থেকে এসডিপিও দিবাকর দাস ও ক্যানিংয়ের আইসি দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়ে নির্দল প্রার্থীদের লক্ষ করে গুলি চালান।

সাত জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। এসপি-র কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। উল্টে গুলিতে জখম দু’জনের নামে পুলিশ অভিযোগ দায়ের করেছে। বিস্ফোরক আইনের ধারা যোগ করা হয়েছে।রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, বেশির ভাগটাই মিথ্যে অভিযোগ। ওই দিন বিডিও অফিস থেকে দু’কিলোমিটার দূরে হসপিটাল মোড়ে রাস্তা অবরোধ করেন মামলাকারীর লোকজন। বিধায়ক, এসডিপিও, আইসি’র আইনজীবী কিশোর দত্ত বলেন, নির্বাচন ঘিরে দু’দলের মধ্যে সংঘর্ষ। দু’দলের লোকের বিরুদ্ধেই এফআইআর হয়েছে। পুলিশ বা বিধায়কের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

Leave a Reply