স্কুলের ভিতর প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন অভিভাবকরা। পাথরের আঘাতে মাথা ফাটল প্রধান শিক্ষক বদরুল ইসলামের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সুতি থানার আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভরতি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল প্রধান শিক্ষকের ঘরে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুল ইসলাম ও অভিভাবকরা। অভিযোগ, আলোচনা চলাকালীন আচমকা অভিভাবকরা উওেজিত হয়ে ওঠেন। চড়াও হন প্রধান শিক্ষকের উপর। তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। মাথায় আঘাত করা হয় পাথর দিয়ে। শুরু হয় রক্তপাত। ঘটনায় শোরগোল শুরু হয় স্কুলে। ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
শিক্ষক বদরুল ইসলাম বলেন , ‘পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। ঝোলায় করে নিয়ে আসা হয়েছিল পাথর। সেই পাথরের আঘাতেই মাথা ফাটানো হয়েছে।’ এই ঘটনায় হতভম্ভ আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। ঘটনার পর পলাতক অভিভাবকেরা। এবিষয়ে প্রধান শিক্ষক সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।