ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার সুদীপার তৈরি পোশাকে পুরস্কার মঞ্চে চমক লাগিয়ে দিলেন বুম্বাদা

এবার সুদীপার তৈরি পোশাকে পুরস্কার মঞ্চে চমক লাগিয়ে দিলেন বুম্বাদা
এবার সুদীপার তৈরি পোশাকে পুরস্কার মঞ্চে চমক লাগিয়ে দিলেন বুম্বাদা
Rate this post

Bengaliportal: তসরের পাঞ্জাবির বুক জুড়ে কালো সুতোর কাজ। মানানসই মটকার কালো ধাক্কাপাড় ধুতি। এই সাজে বুধবার ইনস্টাগ্রাম কাঁপালেন ‘বাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পোশাক সৌজন্যে কে? সুদীপা চট্টোপাধ্যায়! ছবির ক্যাপশনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘রান্নাঘর’-এর কর্ত্রীকে। তাঁকে দেখে আরও এক বার মুগ্ধ অনুরাগীরা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

উচ্ছ্বাস, ‘এভারগ্রিন নায়ক!’ আরও খবর, এই সাজেই নাকি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ অনু্ষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। প্রসেনজিৎ কি তাঁর কুকারি শো-এ এসেছিলেন? তখনই তাঁর হাতে উপহার তুলে দিয়েছেন সঞ্চালিকা? সুদীপার দাবি, ‘‘একেবারেই নয়। আমি নিজের হাতে ডিজাইন করে, পোশাকে এঁকে, সেলাই করে কাছের মানুষদের সাজাতে ভালোবাসি। অগ্নিদেব, আমার দাদাদের জন্য আগে বানিয়েছি। এ বার বুম্বাদার পালা। তেমনই কাজ করা পাঞ্জাবি আর মটকা ধুতি পাঠিয়েছিলাম।’’ যুক্তি, বুম্বাদাও তাঁর নিজের দাদা-ই। তাঁর সাজে অভিনেতা-পরিচালক-প্রযোজক সেজে উঠতেই ঝলমলে অনুষ্ঠান মঞ্চ।

Leave a Reply