ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিজেপির মহিলা প্রার্থীকে হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির মহিলা প্রার্থীকে হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির মহিলা প্রার্থীকে হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Rate this post

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। বহু জায়গায় আক্রান্ত বিরোধীরা । এরকমই এক ঘটনা ঘটলো এই দিন। শুক্রবার নিয়মমত মনোনয়নও জমা দেন বিজেপি প্রার্থী অচর্নাদেবী। তারপরেই তিনি তৃণমূলের বুথ সভাপতির নামে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অচর্নাদেবী জানিয়েছেন, ‘তিনি হুমকি পাওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন। তার বাড়িতে এসে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছেন বিপ্লব পাল। মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাণে মারার হুমকি দিয়েছেন।

‘এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে ভুরকুণ্ডা পঞ্চায়েতের মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্য অর্চনাদেবীর বাড়িতে পৌঁছলে, ওই বিজেপি প্রার্থী তাঁকে বলেন, ‘আমায় বাঁচান। দিলীপবাবু জানান, সমস্ত ঘটনা শুনে তিনিও আতঙ্কে রয়েছেন। পঞ্চায়েত ভোট হল না, তার আগেই যদি এরকম হয়, পরবর্তীতে কি হতে পারে সেটা ভেবেই তিনি আশঙ্কায় রয়েছেন।

যদিও হাবরা ২ নম্বর ব্লক গ্রামীণ তৃণমূল সভাপতি বৃন্দাবন ঘোষের দাবি, ‘তৃণমূল হিংসার রাজনীতি করে না। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে তিনি তার ব্যবস্থা নেবেন।’গোটা ঘটনায় অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে আদিবাসী পাড়ায় এখন চাপা উত্তেজনা রয়েছে।

Leave a Reply