রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ – WB Block Level Supervisor Recruitment 2023: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের আয়তাধীনে খাদ্য বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে ব্লক লেভেল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে। প্রার্থী যদি ভারতীয় নাগরিক হয় তবেই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই পোস্টে।
বিজ্ঞপ্তি নম্বর :- 314-SE(Apptt.)/10M-05/07
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 31/03/2008
পদের নাম :- ব্লক লেভেল সুপারভাইজার।
মোট শূন্যপদ :- 01 টি।
বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী 64 বছরের মধ্যে।
বেতনক্রম :- প্রতিমাসে 10,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্ট কিপিং এবং স্কুল ম্যানেজমেন্ট এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :- প্রার্থীকে যেহেতু সরাসরি walk in interview এর মাধ্যমে নিয়োগ করা হবে সেহেতু আগে থেকে কোনোরূপ আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস সহ উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউয়ের সময় এবং স্থান:- Block Development Officer, Raina, Purba Bardhaman. 04/03/2023 at 11 A.M
আবেদনের শেষ তারিখ:- 04/03/2023 এই তারিখের মধ্যে।
Official Notice: Click Here