রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে Group-C পদে কর্মী নিয়োগ – WB District Magistrate Office Group-C Recruitment 2023: কন্যাশ্রী প্রকল্পের আয়তাধীনে জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিস থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে ডাটা ম্যানেজার (Group-C) পদে নিয়োগ করা হবে। 3 বছরের চুক্তিভিত্তিক অস্থায়ী পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই ঝাড়গ্ৰাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা জানানো হল আজকের এই প্রতিবেদনে।
রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে Group-C পদে কর্মী নিয়োগ – WB District Magistrate Office Group-C Recruitment 2023
বিজ্ঞপ্তি নম্বর:-20/KSP/JGM
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 15/02/2023
পদের নাম :- ডাটা ম্যানেজার।
মোট শূন্যপদ:- 01 টি। (SC)
বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:- প্রতিমাসে 11,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে 30 wpm.
আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট https://jhargram.gov.in এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে ফিলাপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস বা নথিপত্র অ্যাটাচ করে Application for the post এর নাম লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন জমা করার ঠিকানা:-
Kanyashree Section of the Office of the District Magistrate, Jhargram.
নির্বাচন প্রক্রিয়া:-
- প্রথমে লিখিত পরীক্ষা হবে।
- তারপরে কম্পিউটার টেস্ট হবে।
- এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 02/03/2023 এই তারিখের মধ্যে।
Official Notice: Click Here