ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ – WB DATA Entry Operator Recruitment 2023

WB DATA Entry Operator Recruitment 2023
WB DATA Entry Operator Recruitment 2023
Rate this post

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ – WB DATA Entry Operator Recruitment 2023: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে চুক্তিভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

WB DATA Entry Operator Recruitment 2023

Employment No- SW/O/JJA-57/17

পদের নাম- Assistant-Cum-Data-Entry

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন- প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ – WB DATA Entry Operator Recruitment 2023

Employment No- 596-SW/O/JJA-25/15

পদের নাম- Bench Clerk

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- প্রতিমাসে বেতন ১৩,৫০০/- টাকা।

পদের নাম- Orderly

শিক্ষাগত যোগ্যতা– এইট পাশ সহ বাংলা ও হিন্দিতে লিখতে পড়তে ও বলতে জানতে হবে।

বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

Employment No– 596-SW/O/JJA-57/15

পদের নাম- Counsellor (Female)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology/ Social Work/ Social Science -এ Master’s Degree সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স ২৪ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন- প্রতিমাসে বেতন ১৯,২৫০/- টাকা।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Social Welfare Section, Office of The District Magistrate, Nadia, Krishnanagar, Pin- 741101

আবেদনের শেষ তারিখ- ৩ মার্চ, ২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

১) বয়সের প্রমাণপত্র।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ফটো।

Official Notification: Download
Official Website: Click Here

Leave a Reply