ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা পুরসভায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ এখনই আবেদন করুন – WB Kolkata Municipal Corporation Recruitment 2022

WB Kolkata Municipal Corporation Recruitment 2022
WB Kolkata Municipal Corporation Recruitment 2022
Rate this post

[ad_1]

কলকাতা পুরসভায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ এখনই আবেদন করুন  – WB Kolkata Municipal Corporation Recruitment 2022

WB Kolkata Municipal Corporation Recruitment 2022: পুজোর আগে খুশির খবর এল পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য়েই এবার মহিলাদের কর্মসংস্থানের জন্য় খুলে গেল নতুন দিশা (কলকাতা পুরসভায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ)। রাজ্যের পুরসভায় স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার মহিলারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 পদের নাম :

স্টাফ নার্স (Staff Nurse) পদে নিয়োগ করা হবে।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 মোট শূন্যপদ :

১৮৬ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিতদের জন্য ১১০ টি, জনজাতিদের জন্য ১০ টি, উপজাতিদের জন্য ৩৭ টি, ওবিসি এ-র জন্য ১৭ টি ও ওবিসি বি-র জন্য ১২ টি শূন্যপদ রয়েছে।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করতে হবে। এছাড়াও বিএসসি নার্সিং পড়া থাকলেও করা যাবে আবেদন। এর পাশাপাশি প্রার্থীর নাম পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত করা থাকতে হবে।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারী অনুযায়ী প্রার্থীর বয়স ৪ বছরের মধ্যে হতে হবে।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 আবেদন পদ্ধতি :

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই করতে পারেন আবেদন। এছাড়া অফলাইনেও করা যাবে আবেদন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়াও সব নথিপত্র স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে ইমেলে পাঠানো যেতে পারে।

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation CMO Building, 5, S.N Banerjee Road, Kolkata-700013

WB Kolkata Municipal Corporation Recruitment 2022 আবেদনের শেষ তারিখ :

আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে এবং ২৬ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।

[ad_2]

Leave a Reply