পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WB State Health Transport Organisation Recruitment 2024: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিবহন দপ্তর তথা ভবনে জারি হয়েছে নিয়োগ (WB SHTO Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যারা ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যে কেউ আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WB State Health Transport Organisation Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন (State Health Transport Organisation) (SHTO) |
---|---|
পদের নাম | ড্রাইভার |
মাসিক বেতন | 11,500/- টাকা থেকে শুরু |
আবেদন পদ্ধতি | অফলাইন |
কর্মী নিয়োগ প্রক্রিয়া | 1. টেকনিক্যাল স্কিল টেস্ট (30 নম্বর) 2. ইন্টারভিউ (20 নম্বর) |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম অষ্টম শ্রেণি পাস |
প্রার্থীর বয়সসীমা | 25 থেকে 40 বছর |
আবেদনের সময়সীমা | 07/02/2024 |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WB State Health Transport Organisation Recruitment 2024
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিবহন ভবন তথা State Health Transport Organisation (SHTO) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
WB State Health Transport Organisation Recruitment 2024 মাসিক বেতন
নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 11,500/- টাকা থেকে শুরু হচ্ছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে।
3. এক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
WB State Health Transport Organisation Recruitment 2024 কর্মী নিয়োগ প্রক্রিয়া
দুটি ধাপ থাকছে এবং দুটি ধাপ মিলিয়ে মোট 50 নম্বর থাকবে। প্রথম ধাপ হলো টেকনিক্যাল স্কিল টেস্ট যেখানে 30 নম্বর থাকবে এবং দ্বিতীয় ধাপ হলো ইন্টারভিউ যেখানে থাকবে 20 নম্বর। এই দুটি ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়ে মেরিট লিস্ট তৈরি করে এর ভিত্তিতে হবে নিয়োগ।
- আরও পড়ুন: রেলওয়ে প্রোটেকশন ফোর্সে প্রচুর নিয়োগ 2024
- আরও পড়ুন: গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: জাতীয় সড়ক দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে ইন্টারভিউর মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ 2024
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 পদের নাম
আবেদনকারী প্রার্থীদের ড্রাইভার পদে নিযুক্ত করা হবে। প্রাথমিকভাবে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
WB State Health Transport Organisation Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 25 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
WB State Health Transport Organisation Recruitment 2024 আবেদনের সময়সীমা
আগামী 07/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |