পশ্চিমবঙ্গে 8th পাশে হোমগার্ড নিয়োগ – West Bengal Home Guard Recruitment 2023: রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জেলার বিভিন্ন থানা এলাকায় অষ্টম শ্রেণী পাশে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পশ্চিমবঙ্গে 8th পাশে হোমগার্ড নিয়োগ – West Bengal Home Guard Recruitment 2023
পদের নাম- হোম গার্ড।
মোট শূন্যপদ- ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- দৈনিক বেতন ৫৬৫/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নিজেদের থানাতে গিয়ে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, দৌড় ও শারীরিক মাপের মধ্যেমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কোতয়ালী, শালবনী, খড়্গপুর লোকাল, ডেবরা, দাঁতন সহ মোট ৮ টি থানায় নিয়োগ করা হবে।
Important Link
Official Notification: Download Now