ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে পুরসভায় গ্রুপ-ডি কর্মী নিয়োগ এখনই আবেদন করুন – West Bengal Municipality Group D Recruitment 2022

West Bengal Municipality Group D Recruitment 2022
West Bengal Municipality Group D Recruitment 2022
Rate this post

[ad_1]

রাজ্যে পুরসভায় গ্রুপ-ডি কর্মী নিয়োগ এখনই আবেদন করুন – West Bengal Municipality Group D Recruitment 2022

West Bengal Municipality Group D Recruitment 2022: রাজ্যের এক পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, উত্তরবঙ্গে কোচবিহার জেলার মাথাভাঙা পৌরসভায় গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের এই নিয়োগ নিঃসন্দেহে বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। ১৫ সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতাই বা কী, এক নজরে দেখে নেওয়া যাক।

West Bengal Municipality Group D Recruitment 2022 সাফাই কর্মী

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধযে হতে হবে।

বেতন: মাসে ৫ হাজার টাকা

West Bengal Municipality Group D Recruitment 2022 ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: মাসে ১০ হাজার টাকা

West Bengal Municipality Group D Recruitment 2022 আবেদন পদ্ধতি:

পৌরসভার ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। https://www.mathabhangamunicipality.com/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

West Bengal Municipality Group D Recruitment 2022 আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Chairman, Mathabhanga Municipality, Brojonath Road, P.O.: Mathabhanga, Dist.: Cooch Behar, Cooch Behar: 736 146

  • বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply