ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

WhatsApp-এর Delete For Everyone ফিচারে বদল, লাগু হল নয়া নিয়ম

WhatsApp-এর Delete For Everyone ফিচারে বদল, লাগু হল নয়া নিয়ম
Rate this post

[ad_1]

WhatsApp-এর Delete For Everyone ফিচারে বদল, লাগু হল নয়া নিয়ম

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ গ্রাহকরা ব্যবহার করে থাকেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো WhatsApp। বিশ্বের কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করার পাশাপাশি জনসংখ্যা নিরিখে ভারতে এর গ্রাহক সংখ্যা অনেক। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা বিভিন্ন সময় তাদের বিভিন্ন পরিবর্তন করে থাকে।

সেই রকমই এবার এই সংস্থার তরফ থেকে Delete For Everyone ফিচারে বড় পরিবর্তন আনা হলো। ইতিমধ্যেই এই পরিবর্তন লাগু করা হয়েছে। তবে এই পরিবর্তনের ফলে দু’রকম ফলাফল আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোন ক্ষেত্রে ব্যবহারকারীরা উপকৃত হতে পারেন আবার কোন ক্ষেত্রে ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন।

এমনিতেই দেখা যায় যখন ব্যবহারকারীরা whatsapp ম্যাসেজিং অ্যাপে মেসেজ করে থাকেন তখন কখনো কখনো ভুল মেসেজ করে থাকেন। এই অবস্থায় তারা সেই ভুল মেসেজ ডিলিট করার জন্য সুযোগ পান। আগে ডিলিট করার ক্ষেত্রে যে সুযোগ দেওয়া হতো সেই সুযোগ বর্তমানে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।

Delete For Everyone ফিচার ব্যবহার করার জন্য প্রথমদিকে মাত্র কয়েক মিনিট সময় দেওয়া হতো এবং পরে তা বাড়িয়ে করা হয় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। বর্তমানে এই সময়সীমা আরও বৃদ্ধি করে করা হয়েছে ২৮৮০ মিনিট অর্থাৎ ২ দিন ১২ ঘণ্টা। অর্থাৎ ভুল করা মেসেজ এখন ব্যবহারকারীরা ডিলিট করার জন্য সুযোগ পাবেন দু’দিনেরও বেশি।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি যেমন ব্যবহারকারীরা তাদের ভুল সংশোধন করার সুযোগ পাবেন ঠিক তেমনি আবার এর উল্টো দিকও রয়েছে। যেমন গুরুত্বপূর্ণ নথি পাঠানোর পরেও ইচ্ছে করলে ব্যবহারকারী ডিলিট করে দিতে পারবেন। সেক্ষেত্রে যাকে তা পাঠানো হচ্ছে তিনি অসুবিধার সম্মুখীন হতে পারেন।

[ad_2]

Leave a Reply